Search
প্রায় ২৫ হাজার বোতল ফেনসিডিল আটক, পাচারের ছক
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 21, 2020
- 1 min read
২৪ হাজার ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ। গতকাল মোজমপুর এলাকার বালুগ্রামে একটি বাড়িতে হানা দিয়ে নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
কালিয়াচকের থানা সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোজমপুর এলাকার বালুগ্রামের একটি বাড়িতে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। ওই বাড়ির গোডাউন থেকে উদ্ধার হয় ২৪ হাজার ৬০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল। উদ্ধার হওয়া এই ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ৪১ লক্ষ টাকা। পুলিশের অনুমান, কারবারিরা উদ্ধার হওয়া ফেনসিডিল বেআইনিভাবে সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা নিয়েছিল। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পলাতক কারবারির খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
[ আরও খবরঃ অভাবের তাড়নায় রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments