top of page

কালিয়াচক সীমান্তে ৯৫০ বোতল ফেনসিডিল সহ আটক এক

৯৫০ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানরা। বুধবার গভীর রাতে কালিয়াচক থানার শ্মশানী এলাকার সীমান্ত থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে।



উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা


ধৃতের নাম বিশু মিঞা (৩০)। বাড়ি গোলাপগঞ্জ এলাকার গোপালনগর গ্রামে। ধৃতের কাছ থেকে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিএসএফ জওয়ানেরা। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা।


জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শ্মশানী এলাকা দিয়ে ফেনসিডিল পাচার করার চেষ্টা চালায় কয়েকজন পাচারকারী। বিএসএফ জওয়ানদের ছুটে আসতে দেখে কয়েকজন পাচারকারী পালিয়ে গেলেও ধরা পড়ে যায় বিশু মিঞা। উদ্ধার হওয়া ফেনসিডিল ও ধৃত ব্যক্তিকে কালিয়াচক থানার পুলিশের মাধ্যমে মালদা জেলা আদালতে তোলা হয়েছে।

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page