পিস্তল হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি, ফের বিতর্কে তৃণমূল
পিস্তল হাতে তৃণমূলের নেতার ছেলে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আমাদের মালদা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
উল্লেখ্য, একাধিক সময় তৃণমূল নেতাদের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। এনিয়ে বারবার সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা গ্রামপঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সহ সভাপতি মোহম্মদ বদরুজ্জোহার ছেলে মোহম্মদ ফারহাদের হাতে পিস্তলের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
অঞ্চল সহ সভাপতি বদরুজ্জোহা জানান, এসব চক্রান্ত৷ পরিকল্পিতভাবে তাঁকে বদনাম করতেই এসব ছড়ানো হচ্ছে। বাচ্চা ছেলে, বয়স কম, এসব চক্রান্ত সে বুঝতে পারেনি৷ তাই ওই অস্ত্র হাতে নিয়েছে৷ এর পিছনে দুষ্কৃতীদের হাত রয়েছে৷
বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন,
সামনে পঞ্চায়েত ভোট৷ এখন থেকেই মানুষকে ভয় দেখিয়ে তৃণমূল আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে৷ সেকারণে মাঝেমধ্যেই কোথাও আগ্নেয়াস্ত্র নিয়ে, কোথাও বা বোমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করছে৷ কিন্তু মানুষ এটা হতে দেবে না৷
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি জানান, কেউ অপরাধ করলে দল তার পাশে থাকবে না৷ পুলিশ তদন্ত করছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments