মেডিকেল চত্বরে হাতেনাতে ধৃত পকেট মার
রোগীর আত্মীয়ের থেকে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ক্ষিপ্ত জনতা উত্তমমধ্যম দিয়ে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে।
আজ দুপুরে মোথাবাড়ি এলাকার বাসিন্দা, এরাজুল শেখ তাঁর স্ত্রী রোহিলা বিবির চিকিৎসা করাতে মালদা মেডিকেলে আউরডোর বিভাগে এসেছিলেন। আউটডোর বিভাগের সামনে এক যুবক তাঁর পকেট থেকে মোবাইল ফোনটি বের করতে যায়। তখনই তাকে হাতেনাতে ধরে ফেলেন এরাজুল। এরপরেই মেডিকেলে চিকিৎসা করাতে আসা ক্ষিপত্ রোগীর পরিজনেরা ওই যুবককে উত্তমমধ্যম দেয়। পরে ওই যুবককে পুলিশ ক্যাম্পের হাতে তুলে দেওয়া হয়।
[ আরও খবরঃ কালিন্দ্রীতে কুমির! চাঞ্চল্য মানিকচকের কাঞ্চনটোলায় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments