পুলিশকর্মীর পকেট থেকে মোবাইল তুলে গিয়ে হাতেনাতে ধৃত যুবক
পুলিশকর্মীর পকেট থেকে মোবাইল তুলে নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল যুবক। ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই পুলিশকর্মী। আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ সকালে জেলা আদালতে কাজে এসেছিলেন জেলা পুলিশের এক মহিলা কনস্টেবল অনন্যা দত্ত। সঙ্গে ছিলেন পুলিশকর্মী স্বামীও। আদালতে যাওয়ার আগে ডালপুরি খেতে গিয়েছিলেন ওই দম্পতি। অভিযোগ, সেই সময় এক যুবক অনন্যাদেবীর জ্যাকেটের পকেট থেকে মোবাইল বের করার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন তিনি। ধৃত যুবককে পার্শ্ববর্তী ট্র্যাফিক পোস্টে নিয়ে যান তাঁরা। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানাতেই। ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যান পুলিশকর্মীরা।
অনন্যাদেবীর স্বামী তুষারকান্তি বসাক জানান, আদালতে কাজে এসেছিলাম। তার আগে আমি আর স্ত্রী ডালপুরি খেতে গিয়েছিলাম। ডালপুরির প্লেট হাতে নিতেই এক যুবক স্ত্রীর জ্যাকেটের পকেট থেকে মোবাইল তুলে নেওয়ার চেষ্টা করে। স্ত্রী ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে। এরপরে আমরা ধৃত যুবককে স্থানীয় ট্র্যাফিক পোস্টে নিয়ে যাই।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti