top of page

করোনার ঊর্ধ্বমুখী গ্রাফের মধ্যে অসচেতনতার ছবি জেলাজুড়ে

Updated: Jan 13, 2022

জেলায় দিনের পর দিন বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে অসচেতনতার ছবি ধরা পড়ছে মালদায়। প্রশাসনিক বিধি নিষেধ উড়িয়ে মাস্ক ছাড়ায় চলছে বাজার হাট। সাধারণ মানুষকে সচেতন করতে ইতিমধ্যে রাস্তায় নেমেছে পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশি অভিযান চলছে। করোনা বিধি উপেক্ষা করায় গ্রেফতারও হয়েছে অনেকেই।


আজ দুপুরে মানিকচক থানার পুলিশ মথুরাপুর বাজারে অভিযান চালায়। সরকারি নিষেধাজ্ঞা না মানায় গ্রেফতার করা হয় প্রায় ১০জনকে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছে পুলিশ। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি করোনা বিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page