top of page

রেশনের আটায় প্লাস্টিকের গন্ধ, খতিয়ে দেখছেন মহকুমাশাসক

Updated: Aug 11, 2020

রেশনের আটাতে প্লাস্টিক মেশানোর অভিযোগ উঠল ইংরেজবাজারের কোতোয়ালির গণিপুরে। এই ঘটনায় জেলা এপিডিআরের পক্ষ থেকে এসডিও-র কাছে অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এসডিও।


Plastic smell in ration flour
অভিযোগ, আটা জলে গুললে প্লাস্টিকের মতো লম্বা হয়ে যাচ্ছে

ইংরেজবাজারের কোতোয়ালির গণিপুরের বাসিন্দা রঞ্জন দাস। তাঁর স্ত্রী দুলালী দাসের অভিযোগ, রেশন থেকে পাওয়া আটায় প্লাস্টিকের গন্ধ পাওয়া যাচ্ছে। সেই আটার জলে গুললে প্লাস্টিকের মতো লম্বা হয়ে যাচ্ছে। আগুনে পোড়ালেও প্লাস্টিক পোড়া গন্ধ বেরোচ্ছে। দুলালীদেবী আজ সমস্ত ঘটনা স্থানীয় এপিডিআর সদস্য চন্দ্রকান্ত দাসকে জানান। তাঁর পরামর্শে এপিডিআরের পক্ষ থেকে আজ মহকুমাশাসকের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।







টপিকঃ #রেশন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page