রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্ল্যাটিনাম জুবিলি
আগামী ২ জানুয়ারি থেকে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে শুরু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জুবিলি উৎসব। চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। আজ এক সাংবাদিক সম্মেলনে সেকথা ঘোষণা করেন মালদা রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ। তাঁর সঙ্গে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক স্বামী সুরত্মানন্দজি মহারাজ, প্রাক্তন শিক্ষক রাধাগোবিন্দ ঘোষ এবং স্কুলের ইংরেজি শিক্ষক।
শুরু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জুবিলি উৎসব। চলবে ৬ জানুয়ারি পর্যন্ত
অধ্যক্ষ বলেন, ১৯৪৪ সালের ২ জানুয়ারি সামান্য চাটাই-এর বেড়ার উপর টালি দেওয়া ঘরে শুরু হয়েছিল পঞ্চম শ্রেণির একটি স্কুল। সেই স্কুল ধীরে ধীরে বাড়তে থাকে। ১৯৫৪ সালে এই স্কুল মাধ্যমিক স্তরে উন্নীত হয়। ২০০৩ সাল থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক স্তর। ২০১৮ সালে এই স্কুল ইংরেজি মাধ্যম চালু করার সরকারি অনুমতি পেয়েছে। কিন্তু তার জন্য শ্রেণিকক্ষ সহ আরও কিছু পরিকাঠামোর উন্নতি করা প্রয়োজন। তাঁদের আশা, ২০২০ সালের মধ্যে সেই পরিকাঠামো চালু করে ইংরেজি মাধ্যমও স্কুলে চালু করে দেওয়া যাবে। এবার এই স্কুলের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে। এই অনুষ্ঠানে স্কুলের বহু প্রাক্তন ছাত্র, শিক্ষক অংশ নেবেন৷ থাকবেন দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত অনেক প্রাক্তনী। প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলোচনাসভারও আয়োজন করা হচ্ছে। শেষদিন পুনর্মিলনে অংশ নেবেন স্কুলের প্রাক্তনীরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Comments