খানাখন্দে ভরতি রাস্তা, নেই সাড়া
বর্ষার জলে ঢেকেছে রাস্তার গর্ত। প্রাণের ঝুঁকি নিয়ে সেই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করছে নিত্যযাত্রীরা। এমনই ছবি ধরা পড়েছে চাঁচলের পোদ্দারপাড়া এলাকায়।
চাঁচলের ব্যস্ত রাস্তাগুলির মধ্যে অন্যতম পোদ্দারপাড়া এলাকার রাস্তা। চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুর যাতায়াত করতে মূলত এই রাস্তাটিই ব্যবহার করা হয়। বর্তমানে এই রাস্তা খানাখন্দে ভরতি। রাস্তার গর্তগুলিতে বর্ষার জল জমে রয়েছে। এই পরিস্থিতিতেই চলছে যাতায়াত। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে নিত্যদিনই সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। তবু যেন হুঁশ নেই প্রশাসনের।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি। বর্ষার জল জমে রাস্তা গর্ত বোঝা যায় না। ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। তবু যেন হুঁশ নেই প্রশাসনের। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা।
[ আরও খবরঃ ট্রলি ব্যাগ খুলতেই মিলল ২২ কেজি গাঁজা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments