চাকরির টোপে প্রতারণা ইংরেজবাজারে, গ্রেফতার চক্রের মূল পান্ডা
চাকরি প্রতারণা চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।
প্রতারণা চক্রের মূল পান্ডার নাম রাকেশ বেরা। বাড়ি শিলিগুড়ির বাগডোগরা থানার জয়তীনগরে হলেও সে ইংরেজবাজারের বিধানপল্লি এলাকায় বসবাস করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের মীরচক এলাকার বাসিন্দা পায়েল কুণ্ডু নামে এক মহিলার কাছে স্বাস্থ্য দফতরের গ্রুপ-ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১২ লক্ষ টাকা দাবি করে রাকেশ। যদিও পরে ১১ লক্ষ টাকাতে এই চাকরির ‘ডিল’ ফাইনাল হয়। পায়েল কুণ্ডু ব্যাংকের মারফত দেড় লক্ষ টাকা ও নগদ এক লক্ষ টাকা অগ্রিম রাকেশকে দেয়। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও রাকেশ চাকরির বিষয়ে যোগাযোগ করেনি। অবশেষে গতমাসে পায়েলের মেইলে স্বাস্থ্য দফতরের গ্রুপ-ডি পদের একটি নিয়োগপত্র দেওয়া হয়। ভুয়ো নিয়োগপত্র পেয়ে টাকা ফেরত চায় পায়েল। এরপরে ৭০ হাজার টাকার চেক দেয় রাকেশ। সেই চেক ব্যাংকে জমা করলে বাউন্স হয়ে যায়। এরপরেই সাইবার থানায় অভিযোগ দায়ের করেন পায়েল। মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত রাকেশ বেরাকে গ্রেফতার করে।
[ আরও খবরঃ চিন-ভারত টক্করে বদলাল ছবি, ফিরল মাটির প্রদীপের চল ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Opmerkingen