Search
২২ প্যাকেট গাঁজা উদ্ধার, ধৃত পাঁচ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 23, 2021
- 1 min read
গোপনসূত্রে খবর পেয়ে ৩২ কেজি গাঁজা সহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা।
গোপনসূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় হরিশ্চন্দ্রপুরের আঙ্গারমনি এলাকায় হানা দিয়ে একটি ছোটো গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজার ২২টি প্যাকেট। গ্রেফতার করা হয় পাঁচজনকে। ধৃতদের নাম ছোটন নাগ (২৪), পলাশ দাস (২৪), বিশ্বনাথ বর্মণ (২৯), বিধান দাস (২৩) ও মন্টু বর্মণ (৫৬)।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, গতকাল সন্ধেয় একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ শহরের জঞ্জাল পরিষ্কার হবে কীভাবে? প্রশ্ন বঙ্গরত্নের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários