top of page

পুলিশের হানাদারিতে গ্রেফতার চোরাইচক্রের তিন পাণ্ডা, উদ্ধার ছয়টি মোটরবাইক

ছয়টি চোরাই মোটরবাইক সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।


বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে তথ্যের ভিত্তিতে কৃষ্ণপুর পঞ্চায়েতের জাকিরতলা এলাকায় হানা দিয়ে ছয়টি চোরাই মোটরবাইক উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় তিন যুবককে। ধৃতদের নাম রুবেল শেখ (২০), নূর হোসেন (২১) ও খালেক শেখ (২৫)। ধৃতরা সকলেই বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা। সাত দিনের পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। অনুমান করা হচ্ছে ধৃতদের হেপাজত থেকে আরও মোটরবাইকের হদিশ মিলতে পারে।


Police arrested three men along with six stolen motorbikes




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page