দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, মৃত তিন সিভিক
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 26, 2021
- 1 min read
আসামি পাকরাও করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন সিভিক ভলান্টিয়ারের। আহত হয়েছেন দুই মহিলা সহ আরও সাতজন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে জালালপুর সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে তল্লাশি চালিয়ে আসামি সাথে নিয়ে থানায় ফিরছিল পুলিশের চারটি গাড়ি। সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় তিনি সিভিক ভলান্টিয়ারের। আহত হন আরও সাতজন। আহতরা বর্তমানে মালদা শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিধায়ক সাবিনা ইয়াসমিন।
জেলা পুলিশসুপার জানিয়েছে, মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা সহ পরিবারের একজনকে চাকরি পুলিশের পক্ষ থেকে দেওয়া হবে। পাশাপাশি কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments