top of page

কালিয়াচক খুন কাণ্ডে চার্জশিট পেশ করল পুলিশ

অবশেষে কালিয়াচক খুন কাণ্ডে চার্জশিট পেশ করল পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, পুলিশের পক্ষ থেকে ২৭৩ পাতার চার্জশিট জমা করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত আসিফ মোহম্মদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা ও প্রমাণ লোপাটের অভিযোগে মামলা করা হয়েছে।


Police-filed-chargesheet-in-Kaliachak-murder-case

উল্লেখ্য, গত ১৮ জুন রাতে পুলিশের কাছে খবর আসে বাবা-মা, ছোটো বোন ও ঠাকুমাকে খুন করে বাড়িতেই পুঁতে রেখেছে ১৯ বছরের আসিফ। কোনক্রমে আসিফের হাত থেকে বেঁচে যান তার দাদা আরিফ। তাকেও খুনের হুমকি দেওয়া হচ্ছিল। এরপরেই আরিফ পুরো বিষয়টি পুলিশের সামনে আনে। রাতেই পুলিশ আসিফকে আটক করে। পরদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাড়ি লাগোয়া নির্মীয়মাণ গুদামঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হয় আলেক নুর বেওয়া (৭২), ইরা বিবি (৩৬), রিমা খাতুন (১৬) জাওয়াদ আলির (৫৩) পচাগলা দেহ৷



ঘটনার পুনর্নির্মাণ করে পুরো ঘটনার তদন্ত করে পুলিশ আধিকারিকরা। আসিফকে জেরা করে উঠে আসে আরও তথ্য। তার দুই বন্ধুর হেপাজত থেকে উদ্ধার হয় প্যাকেটে মোড়া প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। গ্রেফতার করা হয় দুই বন্ধু সাবির আলি ও মাহফুজ আলিকে। তবে খুনের সঙ্গে আসিফের দুই বন্ধুর কোনও যোগ ছিল না বলে পুলিশি তদন্তে উঠে আসে। খুনের ঘটনায় পুলিশের প্রধান সাক্ষী ঘটনার প্রত্যক্ষদর্শী, অভিযুক্তের দাদা আরিফ মোহম্মদ। ঘটনা প্রকাশ্যে আসার ৭০ দিন পর চার্জশিট পেশ করা হল। এই চার্জশিটে ৪৪ জন সাক্ষীর উল্লেখ রয়েছে। অভিযুক্ত আসিফ মোহম্মদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা ও প্রমাণ লোপাটের অভিযোগে ৩০২, ২০১ এবং ৩০৭ ধারা প্রয়োগ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Комментарии


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page