top of page

অভিনব কায়দায় গাঁজা পাচারের ছক বানচাল করল পুলিশ

গাড়িতে লুকিয়ে কিংবা কোনও আসবাবপত্রে লুকিয়ে নয়, সাধারণভাবে বস্তায় ভরে মাথায় করে গাঁজা পাচারের অভিনব প্রচেষ্টা চাঁচলে। সন্দেহ হওয়ায় এক ব্যক্তিকে আটকে বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের। বস্তা থেকে উদ্ধার হয় সাড়ে পাঁচ কিলো গাঁজা। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।



ধৃত ব্যক্তির শ্যামল দাস (৪৮)। বাড়ি চাঁচলের কুশমাই এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচল থানার মতিহারপুর পঞ্চায়েত এলাকার ভীমপুর গ্রামের মেঠো পথ ধরে বস্তা বোঝাই করে পাচারের উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাচ্ছিল শ্যামল। পুলিশকর্মীরাও সেই সময় কোনও কারণে ওই পথ ধরে যাচ্ছিলেন। হঠাৎ এক পুলিশকর্মীর সন্দেহ হওয়ায় শ্যামলকে আটকে বস্তায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় সাড়ে পাঁচ কেজি গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬৫ হাজার টাকা। পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে চাঁচল থানার পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page