top of page

গভীর রাতে পুলিশের জালে পাঁচ ডাকাত

ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশের জালে পাঁচ জনের ডাকাতদল। শুক্রবার গভীর রাতে ইংরেজবাজারের মালদা বাইপাস পাঠানটুলি কালভার্ট মোড় এলাকা থেকে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।


ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কালাম হোসেন, বাহাদুর ঘোষ, চন্দন কর্মকার, দেবাশিস রায় ও সাহেব ঘোষ। ধৃতদের সকলের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সাহেবের বাড়ি কালিয়াচকের শাহবাজপুরে। বাকিরা ইংরেজবাজারের বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে ডাকাতির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় জমায়েত হয়েছিল। ধৃতদের আজ জেলা আদালতে পেশ করেছে পুলিশ।


Police have arrested a gang of five robbers
ধৃতদের সকলের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page