top of page

শাসকদলের বিজয়া সম্মিলনিতে উর্দিধারী, বিতর্ক মানিকচকে

মঞ্চে শাসকদলের জেলা সভাপতি, বিধায়ক, যুব তৃণমূলের সভাপতি, আইএনটিটিইউসির সভাপতি, জেলা পরিষদের সভাপতি। আর সেই মঞ্চেই খাকি উর্দি পরে বসে রয়েছেন মানিকচক থানার আইসি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হইচই পড়েছে জেলার রাজনৈতিক মহলে। এনিয়ে ফের পুলিশকে দলদাস হিসেবে আখ্যা দিয়েছে বিজেপি। যদিও শাসকদলের দাবি, এটা রাজনৈতিক অনুষ্ঠান নয়। সেখানে থানার আইসি উপস্থিত থাকলেও পারেন।


গতকাল রাতে মানিকচকে বিজয়া সম্মিলনি ও শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল৷ ওই মঞ্চ থেকে মানিকচক বিধানসভা কেন্দ্রের পুজো কমিটিগুলিকে সম্মাননা প্রদর্শন করা হয়৷ স্থানীয় বিধায়ক সাবিত্রী মিত্র জানান, এই অনুষ্ঠান মঞ্চ থেকে ৯৫টি পুজো কমিটিকে ও এলাকার বিশিষ্টজনদের সম্বর্ধনা দেওয়া হয়েছে৷ কিছু ক্লাবকেও সম্মান জানানো হয়েছে৷ পুজোর আগে মানিকচক বিধানসভা কেন্দ্রে মারাত্মক বন্যা হয়েছিল৷ সমস্যা কাটিয়ে মানুষ উৎসব পালন করেছেন৷





তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি বলেন, এটা আলাদা করে তৃণমূলের কর্মসূচি নয়৷ এটা শারদ সম্মান ও বিজয়া সম্মিলনি৷ তাই এখানে রাজনৈতিক বক্তব্য রাখা হয়নি৷ সব মুখ্যমন্ত্রীকে নিয়ে বলা হয়েছে৷ এখানে একটি ক্লাবের সম্পাদক বিজেপির৷ তিনিও এই অনুষ্ঠানে রয়েছেন৷ রয়েছেন একটি পুজো কমিটির সিপিআইএম সভাপতিও৷ এটা অরাজনৈতিক অনুষ্ঠান৷ কিন্তু আমরা পরিচালনা করছি৷ তাই তৃণমূলের নাম উঠে এসেছে৷ এখানে থানার আইসির উপস্থিত থাকা কোনও অপরাধ নয়৷


বিজেপির মালদা জেলা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানান, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, পুলিশ ও তৃণমূল একে অন্যের পরিপূরক৷ রাজ্যে পুলিশ তৃণমূলের দলদাস৷ সেটা আবার প্রমাণিত হল।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page