সচেতনতা বাড়াতে পুলিশের কুইজ প্রতিযোগিতা আগামীকাল থেকে
অনলাইন প্রতারণা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে সোশ্যাল মিডিয়ায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদা জেলা পুলিশ। আগামীকাল থেকে সেই প্রতিযোগিতা শুরু হবে। আগামী সাতদিন এই প্রতিযোগিতা চলতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মালদা জেলায় বহু অনলাইন প্রতারণার ঘটনা সামনে এসেছে। কখনও টাওয়ার বসানোর লোভ দেখিয়ে, কখনও ক্রেডিট বা ডেবিট কার্ড বন্ধ হওয়ার ভয় দেখিয়ে, কখনও আবার মোবাইল কিংবা ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে প্রতারণা অভিযোগ উঠে এসেছে। প্রতারণা থেকে বাঁচতে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষভাবে উদ্যোগ নিয়েছে মালদা জেলা পুলিশ।
জেলা পুলিশসুপার প্রদীপকুমার যাদব জানান, সাধারণ মানুষকে অনলাইন প্রতারণা থেকে সচেতন করতে জেলা পুলিশের তরফে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পুলিশের তরফে আগামীকাল থেকে সোশ্যাল মিডিয়ায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যুব সমাজকে সচেতন করতে ও এই প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী করতে পুরষ্কারের কথাও চিন্তাভাবনা করা হচ্ছে।
[ আরও খবরঃ গৌড়বঙ্গে দুর্নীতির অভিযোগে মিছিল শহরে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments