top of page

পুলিশের হানায় গ্রেফতার দুষ্কৃতী, উদ্ধার পাইপগান ও কার্তুজ

Updated: Aug 7, 2020

অত্যাধুনিক পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। গতকাল রাতে কালিয়াচকের যদুপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




ধৃত ব্যক্তির নাম বাবুল শেখ (৪৫)। বাড়ি কালিয়াচকের যদুপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যের ভিত্তিতে গতকাল যদুপুর স্ট্যান্ডে হানা দিয়ে ওই ব্যক্তির হেফাজত থেকে একটি অত্যাধুনিক পাইপগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। ধৃত ব্যক্তিকে পাঁচদিনের পুলিশ হেফাজতে আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।





Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page