বিহারে মদ পাচারের ছক ভেস্তে দিল পুলিশ
বিহারে মদ পাচারের আগেই পুলিশের জালে যুবক। ধৃত যুবককে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
গতকাল রাতে হরিশ্চন্দ্রপুর-বিহার সীমান্ত নাকা চেকিং চলাকালীন এক যুবকের হেপাজত থেকে ৪০টি বিলিতি মদের বোতল উদ্ধার হয়। গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃত যুবকের নাম মিঠুন দাস (৩০)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার হাটখোলাতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃত যুবক উদ্ধার হওয়া মদের বোতল বিহারে পাচারের ছক কষেছিল।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন, আন্তঃরাজ্য সীমান্ত এলাকা হওয়ায় সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। গতকাল এক যুবক বিহারে মদ পাচারের ছক কষেছিল। তবে পুলিশের তৎপরতায় ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবককে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ শাসকদলের দুর্নীতি মুক্ত পুরসভার প্রচারে উঠছে প্রশ্ন! ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments