মার খেল পুলিশ, বিশাল পুলিশ বাহিনী চাঁচলে, গ্রেফতার পাঁচ
আক্রান্ত পুলিশকর্মী। ভাঙচুর করা হল পুলিশের গাড়ি। কালিয়াচকের সুজাপুরের পর এই ঘটনা ঘটল চাঁচলে। এই ঘটনায় আপাতত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশসূত্রে জানা গেছে, চাঁচলের কনুয়া গ্রামে একটি জমির মালিকানা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। গতকাল রাতে এই বিবাদের জেরে এলাকায় বোমাবাজি হয় বলেও পুলিশসূত্রে খবর। আজ সকালে পুলিশ ওই এলাকায় হানা দেয়। সেই সময় কিছু এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায়। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আক্রান্ত হয়ে ফিরতে হয় পুলিশকর্মীদের। পরে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় গিয়ে এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করে।
[ আগের খবরঃ সব পরিযায়ী শ্রমিকদের লালারস সংগ্রহ হরিশ্চন্দ্রপুরে ]
চাঁচল থানার পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় আক্রান্ত চার পুলিশকর্মীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আপাতত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।
Comentarios