top of page

প্রাথমিক স্কুলের রং নিয়ে রাজনৈতিক বিতর্ক মালদায়

স্কুলের রং নিয়েও এবার বিতর্ক মালদায়। প্রাথমিক স্কুল ভবনে গেরুয়া রং করায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গৈরিকিকরণের চেষ্টার অভিযোগ তুলেছে শাসকদল। যদিও রং রাজনীতি নিয়ে পালটা শাসকদলকে আক্রমণ করেছে গেরুয়া শিবির। স্কুল কর্তৃপক্ষের দাবি, সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে রং করানো হয়েছে।


ইংরেজবাজার ব্লকের যদুপুর-২ গ্রামপঞ্চায়েতের কমলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের রং নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি স্কুল ভবনে কমলা রং করানো হয়। এনিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, সারা বাংলা জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গৈরিকিকরণের প্রয়াস চালানো হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাব। গত বিধানসভার মতো আগামী লোকসভা নির্বাচনেও বাংলার মানুষ বিজেপিকে জবাব দেবে।



বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি জানান, একটা রং নিয়ে তৃণমূল যেভাবে রাজনীতি করছে তা অত্যন্ত নিন্দনীয়। যে স্কুলের রং নিয়ে অভিযোগ তোলা হচ্ছে, সেখানে তৃণমূলের কমিটি রয়েছে। কমিটির লোকজন নিজেরা সিদ্ধান্ত নিয়ে স্কুলভবনে রং করিয়েছে।


জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বাসন্তী বর্মন জানান,

স্কুল কর্তৃপক্ষ নিজেরা একমত হয়েই স্কুলভবনে রং করিয়েছেন। হালকা রং হলে বর্ষার সময় সমস্যা হয় বলেই ডিপ রং করা হয়েছে বলে স্কুলের তরফে জানানো হয়েছে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page