Search
ইংরেজবাজারে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 15, 2019
- 1 min read
Updated: Mar 22, 2023
মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের আহ্বানে ১৯শে জানুয়ারি ব্রিগেডের সমাবেশের সমর্থনে ছাত্র-ছাত্রীদের একটি মিছিল এদিন শহর পরিক্রমা করে। মালদা কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শহরের নেতাজি মোড়ে। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়। মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন, দলের যুব সভাপতি অম্লান ভাদুড়ি, ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন সহ জেলা নেতৃত্বরা।
জেলার সব কলেজ থেকে প্রায় হাজার ছাত্র-ছাত্রী এই মহামিছিলে অংশ নেন। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় জানান, আগামী ১৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে ব্রিগেড সমাবেশকে সফল করতে আজকের এই মহামিছিল।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Коментарі