কংগ্রেসের শক্ত ঘাঁটি কালিয়াচকের পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে
কংগ্রেসের শক্ত ঘাঁটি কালিয়াচকে এই প্রথম তৃণমূল কংগ্রেস দখল করল কালিয়াচক-৩ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি। নতুন বোর্ডের সভাপতি হলেন মাম্পি মণ্ডল। কালিয়াচক-৩ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি এতদিন ছিল কংগ্রেসের দখলে, সোমবার সকালে নির্বাচনের মধ্য দিয়ে এই প্রথম তা এল তৃণমূল কংগ্রেসের দখলে।
পূর্বের পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল ৮ জন। কংগ্রেস থেকে ৯ জন ও সিপিএম থেকে ৮ জন সদস্য এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে হয় ২৫ জন। শেষপর্যন্ত তৃণমূল কংগ্রেসের ২৫ জন ও বিরোধী পক্ষের ১৭ জন, অর্থাৎ মোট ৮২ জনকে নিয়ে বোর্ড গঠিত হয়। আগের পঞ্চায়েত সমিতির সভাপতি সারিয়াতুল ইসলামকে সরিয়ে নতুন সভাপতি নির্বাচিত হলেন কংগ্রেস থেকে আগত মাম্পি মণ্ডল। তিনি অভিযোগের সুরে বলেন যে, তাঁর কংগ্রেসে থাকাকালীন কোন কিছু উন্নয়ন হয়নি। তাই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এলাকার প্রকৃত উন্নয়ন করার জন্য। আজ এই নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছিল ওই এলাকায়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments