top of page

মুখবন্ধ খামে এল জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের নাম

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে খাম বন্দী ৯ জন মনোনীত কর্মাধ্যক্ষ-এর নাম এসে পৌঁছল জেলা পরিষদে। গোষ্ঠী কোন্দল রুখতেই সম্ভবতঃ এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ৯ কর্মাধ্যক্ষ।



জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এবং মালদা জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল এবং সহকারী সভাধিপতি চন্দনা সরকারের উপস্থিতিতে এদিন এই কর্মাধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ এবং গাজোলের বিধায়ক দীপালী বিশ্বাস।

এদিন মালদা জেলা পরিষদের ৯ জন কর্মাধ্যক্ষের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রতিভা সিং হলেন শিক্ষা কর্মাধ্যক্ষ, মৎস্য কর্মাধ্যক্ষ হলেন সরলা মুর্মু, জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ হলেন পায়েল খাতুন, পূর্ত কর্মদক্ষের দায়িত্ব পেলেন সামসুল হক। কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ হলেন রফিকুল হোসেন, শিশু ও নারী কর্মাধ্যক্ষ হলেন মর্জিনা খাতুন, বনভূমি কর্মাধ্যক্ষ হলেন বিউটি সরকার খাতুন, ক্ষুদ্র শিল্প কর্মাধ্যক্ষ হলেন চম্পা মণ্ডল এবং খাদ্য কর্মাধ্যক্ষ হলেন কেতাবুদ্দিন শেখ। এদিন সকল সদস্যের উপস্থিতিতে দলের পর্যবেক্ষক তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাঠানো ৯ জন কর্মাধ্যক্ষের নামে সহমত পোষণ করেন জেলাপরিষদের বাকি স্থায়ী সমিতির সদস্যরা। এরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এই ৯ জনের নাম।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page