Search
কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে বিঁধলেন সূর্যকান্ত মিশ্র
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 1, 2018
- 1 min read
Updated: Mar 16, 2023
একই মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়েরই তীব্র সমালোচনা করেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বেঙ্গল বিপিএমও’র যাত্রা এদিন মালদা শহরে এসে জনসভার মাধ্যমে শেষ হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে সূর্যকান্তবাবু বলেন, গোটা রাজ্য দিদির অঙ্গুলি হেলনে চলছে। আর মোদি দেশ বিভাজনে ব্যস্ত। চারদিকে শুধু হিন্দু আর মুসলমান রব৷ তিনি জানেন, মানুষকে বিভাজন করতে পারলেই রাজ করা যাবে৷ আর সেই তালে পা মেলাচ্ছেন দিদিও৷ দিদি নাকি সংখ্যালঘু, তফশিলি, আদিবাসীদের নাকি উন্নয়ন করে যাচ্ছেন৷ এই সবই ভাঁওতা৷ তিনি নাকি রাজ্যে ১০ হাজার মাদ্রাসার অনুমোদন দিয়েছেন৷ কিন্তু রাজ্যে মাদ্রাসা রয়েছে ২৩৫টা৷ উনি বলেন অলচিকি ভাষা৷ রাজ্যের মুখ্যমন্ত্রী জানেনই না, অলচিকি কোনও ভাষা নয়, সেটা একটা হরফ৷ আর সাঁওতালি হচ্ছে ভাষা৷ কারখানা নিয়ে আসছেন বলে উনি বারবার বিদেশে যান৷ তিনি সিঙ্গাপুর থেকে ফিরেও একই কথা বলেছিলেন৷ কিন্তু এখনও পর্যন্ত কটা কারখানা রাজ্যে এসেছেন? ওনার সঙ্গে বিদেশ ভ্রমণে থাকা লোকজন বেআইনি টাকা নিয়ে বিমানবন্দরে ধরা পড়ছে৷ এসবের বিরুদ্ধে লড়াই চালাতে হবে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarii