top of page

শহীদ দিবসকে কটাক্ষ মুকুলের

একদিন "নো আইডেন্টিটি নো ভোট "-এই দাবি নিয়ে যুব কংগ্রেসের ১৩ জন কর্মী কলকাতার রাজপথে শহীদ হয়েছিল। আজকে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন করার কোনো নৈতিক অধিকার নেই। যেটা হচ্ছে এটা মেকি সমাবেশ। বাংলার গণতন্ত্রকে ধ্বংস করেছে শাসকদল। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে এভাবেই কটাক্ষ করলেন মুকুল রায়।



শনিবার দক্ষিণ দিনাজপুরে ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মালদায় সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিজেপি নেতা মুকুল রায়। পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় বিজেপি থেকে জয়ী অনেক জনপ্রতিনিধিরা তৃণমূলে যোগ দিচ্ছেন সাংবাদিকদের এই প্রশ্নে মুকুল রায় বলেন পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, তার জেরেই এই ঘটনা ঘটছে। তিনি শাসক দলকে আরো কটাক্ষ করে বলেন জেলার পুলিশ সুপার হয়ে গেছেন জেলা সভাপতি ও থানার ওসি আইসি হয়ে গেছেন ব্লক সভাপতি। তৃণমূল কংগ্রেস বর্তমানে সিপিএম-এর থেকেও খারাপ। চোর তাড়াতে গিয়ে আমারা ডাকাত ডেকে এনেছি জানালেন মুকুলবাবু।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ফাইল চিত্র।


Yorumlar


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page