top of page

মালদায় এসে শাসকদলকে বিঁধলেন দিলীপ ঘোষ

যেখানে সরকারেরই সবাইকে সুরক্ষা দেওয়ার কথা, সেই সরকারই সন্ত্রাসকে বাড়াচ্ছে - মালদায় এসে শাসকদলকে এ ভাষাতেই বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলের জয়ী প্রার্থীদের সংবর্ধনা দিতে এদিন সকালে মালদা পৌঁছোন বিজেপির রাজ্য সভাপতি৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপবাবু জানান, অনেক লড়াই করে দলের বেশ কিছু প্রার্থী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন৷ সারা রাজ্য জুড়ে বিজেপির জয়ী প্রার্থীদের জোর করে তৃণমূলে শামিল করানোর চেষ্টা চলছে৷ চারদিকে এক ভয়ঙ্কর পরিবেশ৷ তৃণমূলের নেতা-মন্ত্রীরা প্রকাশ্যে বলছেন, রাজ্যকে তাঁরা বিরোধীশূন্য করে দেবেন৷ এতে স্বাভাবিকভাবেই সবাই আতঙ্কিত। এই অবস্থায় দলীয় বিজয়ী প্রার্থীদের সুরক্ষার জন্য তাঁরা মাস দুয়েকের জন্য তাঁদের রাজ্যের বাইরে রেখেছেন৷

তিনি আরও বলেন, রাজ্যে এখনও পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে৷ এখানে নিরাপদ কেউই নয় ৷ আরও কতজনের কপালে এসব লেখা রয়েছে কেউ জানে না৷ যেখানে সরকারেরই সবাইকে সুরক্ষা দেওয়ার কথা, সেই সরকারই সন্ত্রাসকে বাড়াচ্ছে৷ সেখানে কারোর সুরক্ষা বলে কিছু নেই৷ এরপরেই দিলীপবাবু বলেন, যে পদ্ধতিতে রাজ্যকে বিরোধীশূন্য করার প্রক্রিয়া শুরু হয়েছে, তা ভয়ঙ্কর৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page