top of page

তৃণমূলের হয়ে কাজ করছেন পুলিশ সুপার অভিযোগ বিজেপি নেতার

বিজেপি কর্মীদের অন্যায়ভাবে ফাসিয়ে দেওয়ার অভিযোগ তুলে ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা। শুক্রবার রাতে নরহাট্টা অঞ্চলের লক্ষ্মীপুর এলাকা থেকে বিজেপির দুজন কর্মীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে আদালতে পাঠানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তারই প্রতিবাদে ওই এলাকার মহিলারা এবং বিজেপি নেতৃত্ব ইংরেজবাজার থানার আইসি-র ঘরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায়।



বিজেপি নেতা মানবেন্দ্র চক্রবর্তী জানান, মালদা জেলার পুলিশ সুপার তৃণমূলের হয়ে কাজ করছেন। গতকাল ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরে মেঘা চৌধুরির আমবাগানে জোগানদারের মাচা কে বা কারা পুড়িয়ে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকারই তৃণমূল কর্মীদের করা মিথ্যা মামলায় পুলিশ তাঁদের দুই কর্মীকে গ্রেফতার করে। রাত ১টার সময় কোনও মহিলা পুলিশকর্মী ছাড়াই পুলিশ তাঁদের বাড়িতে ঢোকে। গোটা জেলা জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে অথচ পুলিশ বিজেপি কর্মীদের উপর অত্যাচার শুরু করেছে। তৃণমূলের দুষ্কৃতীদের পুলিশ গ্রেফতার করছে না। তিনি আরো বলেন, পুলিশ প্রশাসন যেন তৃণমূলের হাতের পুতুল হয়ে রয়েছে। তৃণমূলের দুষ্কৃতীদের কেন গ্রেফতার করা হচ্ছে না, এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন।

ভিডিয়োঃ কৃতাঙ্ক


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page