top of page

মালদায় ভোটের প্রচারে অভিনেত্রী শতাব্দী রায়

মালদায় ভোট প্রচারে এসে ঝড় তুললেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তাঁকে দেখতে রাস্তার ধারে, বাড়ির ছাদে ভিড় করেন বহু মানুষ। বিশেষ করে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শনিবার সকাল থেকে হুডখোলা গাড়িতে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে তিনি প্রচার করেন। এদিন তিনি মালদার মহদিপুর, কাঞ্চনটার, কাজিগ্রাম সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন। এদিনের প্রচারে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহাররঞ্জন ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন কাউন্সিলার সহ অন্যান্য নেতানেত্রীরা।


ভোট প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, উন্নয়ন হচ্ছে আগামীতেও হবে। সারা রাজ্যে তৃণমূলের যে প্রভাব রয়েছে সেখানে দাঁড়িয়ে মালদা তুলনামূলক দুর্বল ছিল। কিন্তু দেরিতে হলেও এবার পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করবে তৃণমূল। এবারের নির্বাচনে একেবারে ভিন্নচিত্র দেখা যাবে। তৃণমূলের বিরুদ্ধে ওঠা সন্ত্রাস নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিযোগ উঠতেই পারে তবে সেটা তদন্ত সাপেক্ষ। এবারের নির্বাচনে বিজেপি কী কাঁটা হয়ে দাঁড়াতে পারে? এপ্রসঙ্গে তিনি জানান, শুধু মালদায় নয় গোটা রাজ্যেই বিজেপি কোন ফ্যাক্টর নয়।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page