পড়ুয়াদের দেওয়া টাকায় বেতন হয় না শিক্ষকদেরঃ ব্রাত্য বসু
পশ্চিমবঙ্গে পড়ুয়াদের দেওয়া টাকায় বেতন হয় না শিক্ষকদের। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় প্রভৃতি রাজ্যে কিন্তু পড়ুয়াদের দেওয়া টাকাতেই বেতন পান শিক্ষকরা৷’ পঞ্চায়েত ভোটে প্রচারের শেষ লগ্নে গতকাল গাজোলের সভায় এই মন্তব্য করেন তৃণমূল নেতা ব্রাত্য বসু৷ আরও বলেন তিনি নিশ্চিত, এই রাজ্যের প্রতিটি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতে তুলে দেবেন রাজ্যের মানুষ৷ আদালত মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের উপর ভরসা রেখেছে৷ তাতে তিনি খুশি৷ রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যও প্রচারে তাঁর সঙ্গে ছিলেন৷
কলকাতা ফেরার পথে গাজোলে একটি সভা করেন ব্রাত্য বসু৷ বিকেলে সেই সভা হওয়ার কথা থাকলেও সভাস্থলে পৌঁছোতে তাঁর বেশ খানিকটা দেরি হয়ে যায়৷ গতকাল মূলত উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার সারেন ব্রাত্যবাবু৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথাই মূলত তুলে ধরেন৷ তিনি বলেন, এরাজ্যে শিক্ষকরা মাসের প্রথম দিনই বেতন পান৷ সেই বেতন দেয় সরকার৷ কিন্তু মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ কিংবা ছত্তিশগড়ের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেতন সরকার দেয় না৷ সরকার থোক একটা টাকা দিয়ে দেয়৷ আর পড়ুয়াদের দেওয়া টাকা থেকেই শিক্ষকরা বেতন পান৷ শুধু মাসের পয়লা তারিখে বেতন প্রদানই নয়, এরাজ্যের শিক্ষকদের বিমার আওতায় আনার পাশাপাশি তাঁদের অনেক রকম সুযোগসুবিধা দিয়েছে সরকার৷ রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়েও মন্তব্য করেন ব্রাত্য বসু৷ তিনি বলেন, ২০১৩ সালে মানিক ভট্টাচার্যের আমলে রাজ্যে একদিনে টেট পরীক্ষা হয়৷ একই দিনে এমন পরীক্ষাগ্রহণের উদাহরণ দেশের আর কোথাও নেই৷ একইদিনে পরীক্ষা দিয়েছিলেন ৫৫ লক্ষ চাকরিপ্রার্থী৷ এদিনও ২০১৪ সালে চাকরি পাওয়া বেশ কয়েকজন যুবক-যুবতি তাঁর সঙ্গে ছবি তুলেছেন৷ তিনি তাতে গর্বিত৷ যদিও ২০১২ সালের উত্তীর্ণ টেট প্রার্থীদের এখনও কেন নিয়োগ করা হয়নি সেব্যাপারে কিছু বলেননি তিনি৷ বিজেপির বিরুদ্ধে ব্রাত্যর মন্তব্য, ওরা নিজেদের কার্যসিদ্ধিতে খুন করতেও পিছপা হয় না৷ ওরা মানুষের রান্নাঘরে ঢুকে মানুষের খাদ্যাভ্যাস খতিয়ে দেখে৷ শুধু বিজেপি নয়, সিপিএমের বিরুদ্ধেও সভায় বক্তব্য রাখেন ব্রাত্য৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ছবিঃ কৃতাঙ্ক
Comments