top of page

পড়ুয়াদের দেওয়া টাকায় বেতন হয় না শিক্ষকদেরঃ ব্রাত্য বসু

পশ্চিমবঙ্গে পড়ুয়াদের দেওয়া টাকায় বেতন হয় না শিক্ষকদের। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় প্রভৃতি রাজ্যে কিন্তু পড়ুয়াদের দেওয়া টাকাতেই বেতন পান শিক্ষকরা৷’ পঞ্চায়েত ভোটে প্রচারের শেষ লগ্নে গতকাল গাজোলের সভায় এই মন্তব্য করেন তৃণমূল নেতা ব্রাত্য বসু৷ আরও বলেন তিনি নিশ্চিত, এই রাজ্যের প্রতিটি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতে তুলে দেবেন রাজ্যের মানুষ৷ আদালত মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের উপর ভরসা রেখেছে৷ তাতে তিনি খুশি৷ রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যও প্রচারে তাঁর সঙ্গে ছিলেন৷


পড়ুয়াদের দেওয়া টাকায় বেতন হয় না শিক্ষকদেরঃ ব্রাত্য বসু

কলকাতা ফেরার পথে গাজোলে একটি সভা করেন ব্রাত্য বসু৷ বিকেলে সেই সভা হওয়ার কথা থাকলেও সভাস্থলে পৌঁছোতে তাঁর বেশ খানিকটা দেরি হয়ে যায়৷ গতকাল মূলত উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার সারেন ব্রাত্যবাবু৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথাই মূলত তুলে ধরেন৷ তিনি বলেন, এরাজ্যে শিক্ষকরা মাসের প্রথম দিনই বেতন পান৷ সেই বেতন দেয় সরকার৷ কিন্তু মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ কিংবা ছত্তিশগড়ের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেতন সরকার দেয় না৷ সরকার থোক একটা টাকা দিয়ে দেয়৷ আর পড়ুয়াদের দেওয়া টাকা থেকেই শিক্ষকরা বেতন পান৷ শুধু মাসের পয়লা তারিখে বেতন প্রদানই নয়, এরাজ্যের শিক্ষকদের বিমার আওতায় আনার পাশাপাশি তাঁদের অনেক রকম সুযোগসুবিধা দিয়েছে সরকার৷ রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়েও মন্তব্য করেন ব্রাত্য বসু৷ তিনি বলেন, ২০১৩ সালে মানিক ভট্টাচার্যের আমলে রাজ্যে একদিনে টেট পরীক্ষা হয়৷ একই দিনে এমন পরীক্ষাগ্রহণের উদাহরণ দেশের আর কোথাও নেই৷ একইদিনে পরীক্ষা দিয়েছিলেন ৫৫ লক্ষ চাকরিপ্রার্থী৷ এদিনও ২০১৪ সালে চাকরি পাওয়া বেশ কয়েকজন যুবক-যুবতি তাঁর সঙ্গে ছবি তুলেছেন৷ তিনি তাতে গর্বিত৷ যদিও ২০১২ সালের উত্তীর্ণ টেট প্রার্থীদের এখনও কেন নিয়োগ করা হয়নি সেব্যাপারে কিছু বলেননি তিনি৷ বিজেপির বিরুদ্ধে ব্রাত্যর মন্তব্য, ওরা নিজেদের কার্যসিদ্ধিতে খুন করতেও পিছপা হয় না৷ ওরা মানুষের রান্নাঘরে ঢুকে মানুষের খাদ্যাভ্যাস খতিয়ে দেখে৷ শুধু বিজেপি নয়, সিপিএমের বিরুদ্ধেও সভায় বক্তব্য রাখেন ব্রাত্য৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ছবিঃ কৃতাঙ্ক

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page