মালদায় বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছেঃ দিলীপ ঘোষ
‘ইলেকশন মাস্ট, বাট সিকিউরিটি ফার্স্ট’ এমন ভাবেই শুভেন্দু অধিকারীর মন্তব্যের জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল মধ্যরাতে নির্বাচনের প্রচারে মালদায় এসেছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ভোট যত এগিয়ে আসবে, সন্ত্রাস ততই বাড়বে৷
সম্প্রতি শুভেন্দুবাবু জেলায় এসে বলেছিলেন, বিরোধীরা মিডিয়ায় থাকবে, কোর্টে যাবে, ভোটে যাবে না৷ তাঁর সেই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপবাবু বলেন, ‘ইলেকশন মাস্ট, বাট সিকিউরিটি ফার্স্ট৷’ ভোট কে চায় না তা বোঝাই যাচ্ছে৷ পিছনদিক দিয়ে জেতার চেষ্টা করা হচ্ছে৷ ৩৪ শতাংশ আসনে প্রার্থী দিতে দেওয়া হয়নি৷ এটা ভোট হচ্ছে, না নাটক! শুভেন্দুবাবুর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, মিডিয়ায় কে থাকবে, আর কে থাকবে না, তা মিডিয়াই ঠিক করবে৷ আগে মিডিয়া তাঁদের দেখাত না৷ এখন দলের শক্তিবৃদ্ধিতেই তাঁদের মিডিয়ায় দেখানো হয়৷
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির কাছে নাটক করতে গিয়ে তৃণমূলই প্রমাণ করে দিয়েছে রাজ্যে সন্ত্রাস চলছে৷’ বিজেপি নিয়ে তৃণমূলের ভাবার প্রয়োজন নেই, বরং নিজেদের দল নিয়ে চিন্তা করুক৷ যেভাবে রাজ্য জুড়ে খুন হচ্ছে তা আগে তারা ঠেকাক৷ আজ তৃণমূল নেতৃত্ব সহ মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করলেন, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে৷ কোথাও কোনও সন্ত্রাস নেই৷ তাঁরা নিজেরাই নিজেদের ভুল প্রমাণ করেছেন৷ তাঁরাই রাষ্ট্রপতির কাছে গিয়ে নাটক করে প্রমাণ করে দিলেন, পশ্চিমবঙ্গে সন্ত্রাস হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, মারপিট হচ্ছে৷ রাজ্য জুড়েই কারোর হাত উড়ে যাচ্ছে, পা উড়ে যাচ্ছে, মাথা উড়ে যাচ্ছে৷ ভোট যত এগিয়ে আসবে, ততই এসব বাড়তে থাকবে৷ এখনও অনেক গোঁজ প্রার্থী থেকে গিয়েছে৷ তাদের ভোট থেকে সরে আসার চাপ দেওয়া হচ্ছে৷ টাকায় কাজ না হলে তাদের উড়িয়ে দেওয়া হচ্ছে৷ তাঁরা এখন শুধু নাটক দেখবেন আর ভোট প্রচার করবেন৷ একদিনে ভোট করা সম্ভব কিনা, সেই প্রশ্নে দিলীপবাবু বলেন, একদফায় ভোট হবে কিনা তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের৷ সব ঠিকমতো না চললে আদালতের রাস্তা খোলা রয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Comments