top of page

কংগ্রেসের বেশিরভাগটাই তো ভেঙেচুরে গিয়েছেঃ সুব্রত মুখার্জি

এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। লোকসভা ও বিধানসভার ভরাডুবি কাটিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া শাসকদল। পঞ্চায়েত নির্বাচনের জেলার ত্রিস্তর পঞ্চায়েতের কাজকর্ম খতিয়ে দেখতে মালদা সফরে এলে পঞ্চায়েত মন্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলাকে নির্মল ঘোষণা করে সোমবার সন্ধেয় মালদায় আসেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সোমবার সন্ধেয় জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে একটি বৈঠকও করেন মন্ত্রী।


কংগ্রেসের বেশিরভাগটাই তো ভেঙেচুরে গিয়েছেঃ সুব্রত মুখার্জি

পঞ্চায়েত মন্ত্রী জানান, জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ভবন উদ্বোধন করে যাওয়ার পর তিনি আর মালদা জেলায় আসেননি৷ সুযোগ মিলতে তাই তিনি মালদায় এসেছেন৷ এই জেলায় ত্রিস্তর পঞ্চায়েতের কাজকর্ম কেমন চলছে, তা জানতে তিনি জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে একটি বৈঠকও করছেন৷ সেই বৈঠকেই তিনি বিভিন্ন প্রকল্পের কাজকর্মের খতিয়ান পর্যবেক্ষণ করবেন৷ তবে কবে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে সেবিষয়ে কিছু জানাননি সুব্রতবাবু৷ তিনি বলেন, সেটা সরকারের বিষয়৷

আগামী নির্বাচনে দলের ফলাফলের আশা নিয়ে প্রশ্ন করতেই সুব্রতবাবু জানান, কংগ্রেসের বেশিরভাগটাই তো ভেঙেচুরে গিয়েছে৷ একটু আধটু যা আছে, তা ঠিক হয়ে যাবে৷ এবারের নির্বাচনে বিরোধীদের প্যারা মিলিটারি নিয়োগের আবেদন নিয়েও এদিন কটাক্ষ করেন পঞ্চায়েত মন্ত্রী৷ তিনি বলেন, মিলিটারি কিংবা তার থেকেও বড়ো কিছু এনে ভোট হলেও কিছু হবে না৷ গ্রাম বাংলার মানুষ মমতা আর তাঁর কাজকে দেখে ভোট দেন৷ দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এখানে অনেক শান্তিতে ভোট হয়৷ তবে মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে প্রশ্ন করলেও সুব্রতবাবু তা এড়িয়ে যান৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page