top of page

মুকুল রায়ের ছবি সহ পোস্টার ঘিরে চাঞ্চল্য শহরে

Updated: Feb 25, 2023

মালদা শহরের পোস্ট অফিস মোড়ে মুকুল রায়ের ছবি দেওয়া পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে। কে বা কারা পোস্টারটি টাঙিয়েছে তা বলতে পারছেন না কেউ, তবে পোস্টারটির নিচের দিকে সৌজন্যে লেখা রয়েছে মালদা জেলা নাগরিক কমিটির নাম। এই পোস্টার বিতর্ক নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা এটিকে বিজেপি এবং সিপিএম যৌথ ভাবে চক্রান্ত বলে অভিহিত করেছেন। এই ধরণের পোস্টার টাঙিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তিনি আরও বলেন, এই ঘটনাটি তিনি জেলা প্রশাসনকে জানিয়েছেন যেন শহরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। তাহলেই এই ঘটনার সত্যতা প্রকাশ্যে আসবে।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page