top of page

ফেব্রুয়ারির শুরুতে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা, কর্মবিরতির ডাক

আগামী ফেব্রুয়ারি মাসের ২ ও ৩ তারিখ কর্মবিরতির ডাক দিয়ে মিছিল করলেন বিদ্যুৎ বণ্টন দফতরের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা। আজ চাঁচলের অস্থায়ী কর্মীরা একটি মিছিল নিয়ে সারা শহর পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে মিছিলটি চাঁচলের দুর্গাবাড়ি মোড়ে বিদ্যুৎ দফতরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে।


Power sector employee called for strike on 2-3 February
চাঁচলের দুর্গাবাড়ি মোড়ে বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ

অস্থায়ী কর্মীদের দাবি, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে গত ডিসেম্বর মাসের ১৪ তারিখে রাজ্য বিদ্যুৎ বণ্টন দফতরের সামনে তাঁরা ধরনায় বসেন। পুলিশকর্মীরা বিদ্যুৎ কর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে এবং ৪৪ জন অস্থায়ী কর্মীদের গ্রেফতার করে। এরই প্রতিবাদে তাঁদের এই আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে তাঁরা আগামী ফেব্রুয়ারি মাসের ২ এবং ৩ তারিখ কর্মবিরতির ডাক দিয়েছেন।




প্রসঙ্গত, গত সপ্তাহে শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তি ভিত্তিক ও ঠিকা কর্মী ঐক্য মঞ্চের তরফে সল্টলেকে বিদ্যুৎ ভবনের সামনে কয়েক হাজার শ্রমিক জমায়েত হয়। কলকাতা থেকেই তাঁরা হুঁশিয়ারি দেয়, দাবি মানা না হলে গোটা রাজ্যে কর্মবিরতি পালন করা হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page