top of page

টুর্নামেন্টে যোগ দিয়ে বিতর্কে রাজ্য পুলিশের লিগ্যাল অ্যাডভাইজার

আইপিএস পদ থেকে অবসর নিয়ে শাসকদলের প্রার্থী হয়ে উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জিততে পারেননি। বর্তমান বিজেপি সাংসদ খগেন মুর্মুর কাছে ৭৭ হাজারের বেশি ভোটে হার স্বীকার করতে হয়েছিল। বর্তমানে তিনি রাজ্য পুলিশের লিগ্যাল অ্যাডভাইজার। এই পদে বসেই তৃণমূলি হিসেবে পরিচিত ক্লাবের টুর্নামেন্টে যোগ দিয়ে বিতর্কে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হওয়ার আরও একটা উদাহরণ বলে কটাক্ষ বিজেপির।


উল্লেখ্য, আইপিএস অফিসারের পদ থেকে স্বেচ্ছাবসর নিয়ে লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। ভোটে হেরে যাওয়ার পর প্রসূন বন্দ্যোপাধ্যায়কে রাজ্য পুলিশের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করা হয়। এদিন তিনি হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতাননগরে আয়োজিক ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। আর এনিয়ে শুরু হয়েছে বিতর্ক। কীভাবে এমন একটি পদে বসে তৃণমূলি হিসেবে পরিচিত ক্লাবের টুর্নামেন্টে যোগ দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এদিকে খেলার মাঠের ময়দান থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনীতির ময়দানের খেলার কথাও বলেছেন জেলা পরিষদের সদস্য তথা ক্লাবের সম্পাদক বুলবুল খান।



তিনি বলেন, “আজ টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। এখানে প্রসূন ব্যানার্জি সহ অনেকেই এসেছিলেন। সুলতাননগরের ময়দানে খেলা শেষ, এখন রাজনীতির ময়দানে খেলা হবে। আসল খেলা বিধানসভা নির্বাচনেই হবে। দিদিকে আসনে রাখতে হবে। দল আমাকে যে দায়িত্ব দেবে আমি তা পালন করব।”


বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, “প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তোলাবাজ। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, এটা আরও একটা প্রমাণ। আসলে এখানে খেলার নামে বিধানসভা নির্বাচনের আগে ভীতি প্রদর্শন করা হচ্ছে। এসব করে মানুষের মন জয় করা যায় না। আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষ তা বুঝিয়ে দেবে।”


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page