top of page

করোনা সংক্রমিত মেডিকেলের অধ্যক্ষ

করোনায় সংক্রমিত হলেন খোদ মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতীম মুখোপাধ্যায়। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।


মেডিকেল সূত্রে জানা গিয়েছে, গতকাল ১৭৬ টি লালারসের নমুনার করোনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৩৪টি নমুনার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ আসে মেডিকেলের অধ্যক্ষেরও। গত পরশু দিন থেকে জ্বর-সর্দি-কাশির উপসর্গ দেখা দিয়েছিল মেডিকেলের প্রিন্সিপ্যালের। গতকাল তিনি করোনা, ডেঙ্গু ও ম্যালেরিয়ার পরীক্ষা করিয়েছিলেন। আজ তাঁর রিপোর্ট পজেটিভ আসে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page