গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিগ্রহের অভিযোগ উঠল ছাত্রদের বিরুদ্ধে৷ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায় সহ দুই ছাত্র মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে৷
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক সৌরেনবাবু বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের দায়িত্বও পেয়েছেন৷ অভিযোগ, গতকাল সন্ধেয় কয়েকজন ছাত্র সৌরেনবাবুর কাছে এসে জাতীয় সেবা প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য চাপ দিতে থাকে৷ এরপরেই ওই ছাত্ররা সৌরেনবাবুর ওপর চড়াও হয়৷ রাতেই সৌরেনবাবুকে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়৷ এদিকে, ঘটনার পর মালদা মেডিকেল কলেজে ভরতি হয় দুই পড়ুয়াও৷ রাতেই সমস্ত ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন সৌরেনবাবু৷
সৌরেন বন্দ্যোপাধ্যায়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
ছাত্ররা পরিকল্পনা করে এসেছিল৷ধাক্কাধাক্কির সুযোগে কেউ একজন হাত চালিয়ে দেয়৷ যারা এই সব ঘটনায় মদত যোগাচ্ছে, সরকারের উচিত তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া৷
সৌরেনবাবু জানান, গতকাল সন্ধেয় তিনি কাজ করছিলাম৷ হঠাৎ কয়েকজন ছাত্র এসে অভিযোগ জমা দেওয়ার কথা বলে চড়াও হয়৷ ঘণ্টা দেড়েক তিনি ওই ছাত্রদের বোঝানোর চেষ্টা করেছিলেন৷ কিন্তু ছাত্ররা পরিকল্পনা করে এসেছিল৷ ধাক্কাধাক্কির সুযোগে কেউ একজন হাত চালিয়ে দেয়৷ যারা এই সব ঘটনায় মদত যোগাচ্ছে, সরকারের উচিত তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া৷ এই ঘটনা শুধু তাঁর সঙ্গে নয়, আরও অনেকের সঙ্গেই ঘটেছে৷ তিনি লিখিতভাবে রেজিস্ট্রারকে জানানোর পাশাপাশি ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন৷
Komentar