অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাকে আটকে বিক্ষোভ উপভোক্তাদের
নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে বামনগোলা ব্লকের মালডাঙা এলাকায়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক।
স্থানীয় উপভোক্তাদের অভিযোগ, রান্নার সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি কর্মী বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে কেন্দ্রে খাবার বিলি করেন। দীর্ঘ সময় ধরে খিচুরির বদলে সাদা ভাত দেওয়া হয়েছে। টানা এক সপ্তাহ ধরে অর্ধেক করে ডিম দেওয়া হয়েছে। এসবের প্রতিবাদে আজ স্থানীয় বাসিন্দারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী শর্মিলা রায় ও সহায়িকা রুমা দেবনাথকে আটকে রাখেন।
শর্মিলা রায় বলেন, গত দুই মাস ধরে ডাল নেই। বাধ্য হয়ে কেন্দ্রে সাদা ভাত দেওয়া হচ্ছে। বিষয়টি সুপাইভাইজার এবং সিডিপিওকে জানানো হয়েছে। বামনগোলার সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক (সিডিপিও) খোকন বৈদ্য বলেন, বহু কেন্দ্রে ডাল না থাকায় কর্মী, সহায়িকাদের একটু সমস্যা হচ্ছে। আশা করছি ডাল, তেল খুব দ্রুত বরাদ্দ হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments