top of page

পাঠ্যপুস্তকের দাবিতে কলেজে বিক্ষোভ

পুনরায় এনসিসি চালু ও লাইব্রেরীতে পর্যাপ্ত পরিমাণ পাঠ্যপুস্তকের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে কলেজে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল কলেজে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ কর্মসূচি।


বিক্ষোভকারীদের অভিযোগ, আগে এনসিসি থাকলেও তিনবছর আগে বন্ধ হয়ে যায়। ফলে এলাকার যুবকরা সেনাবাহিনী বা পুলিশ লাইনে যেতে পারছে না। চাঁচল এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবীতেই নির্ভর। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা কলেজে ভরতি হলেও লাইব্রেরী থেকে পাঠ্যপুস্তক পাচ্ছে না। তাই অনেকটা সমস্যা হচ্ছে। পাঠ্যপুস্তকের অভাবে দুস্থ পড়ুয়াদের পড়াশোনা শিকেই উঠতে চলেছে।



কলেজের ছাত্রছাত্রী কলেজ গেটের সামনে শিক্ষা সংক্রান্ত একাধিক দাবি দাওয়া নিয়ে অবস্থান-বিক্ষোভ করেন। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় ছাত্রছাত্রীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৃপেন বর্মন জানান, নতুন বছরেই এনসিসি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। যে বিষয়ের পাঠ্যপুস্তক নেই, সেগুলোও আনা হচ্ছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page