উদ্বোধনের পরও তালা চাঁচল বাস ডিপোয়! বিক্ষোভ
মাস ছয়েক আগে নিজে বাস চালিয়ে ডিপোর উদ্বোধন করেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু আজ ওই বাস ডিপোয় ঝুলছে তালা। অবিলম্বে ডিপো চালুর দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।
উল্লেখ্য, মাস ছয়েক আগে চাঁচলের কলিগ্রামে এসেছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। নারকেল ফাটিয়ে, বাস চালিয়ে তিনি উদ্বোধন করেছিলেন কলিগ্রামে নবনির্মিত চাঁচল বাস ডিপো। কলিগ্রামের নতুন ডিপোটিতে যাবতীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। রয়েছে যাত্রীদের যাবতীয় স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা, ডিপো, ওয়ার্কশপ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার জ্বালানি তেলের পাম্প এবং যাত্রী নিবাস। কিন্তু মন্ত্রী ডিপো উদ্বোধন করে ফিরে যাওয়ার পর থেকেই ডিপোতে তালা ঝুলছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত ডিপো চালু না হওয়ায় সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় মানুষজন। অবিলম্বে বাস চালুর দাবিতে আজ ডিপোর সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
এক বিক্ষোভকারী সুভাষ কৃষ্ণ গোস্বামী বলেন, ছয় মাস আগে মন্ত্রী ঢাক-ঢোল পিটিয়ে উদ্বোধন করে গিয়েছিলেন দুই কোটির বাস ডিপো। দু-একদিন চালুর পর বন্ধ হয়ে গেল ডিপোটি। এলাকা ফাঁকা থাকায় বসছে সেখানে বসছে অসামাজিক কাজের আসর।
বিজেপির মালদা জেলা যুব মোর্চার সহ সভাপতি সুমিত সরকার বলেন, সরকারি টাকা নয়ছয় করার ফলেই রাজ্যের অর্থনৈতিক অবস্থা মুখ থুবড়ে পড়েছে। তারই উদাহরণ দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত কলিগ্রাম বাস ডিপো। মানুষের পরিসেবা দেওয়ার বদলে সেটি এখন খামারবাড়িতে পরিণত হয়েছে।
তৃণমূলের মালদা জেলা সাধারণ সম্পাদক রফিকুল হোসেনের দাবি, ডিপো চালু রয়েছে, যদিও পুরোপুরিভাবে চালু হয়নি, সেটাও দ্রুত হবে। বিজেপির এখন শুধু ভুলভাল বলাটাই কাজ হয়েছে।
[ আরও খবরঃ কীটনাশক থেকে ছড়াচ্ছে রোগ, তদন্তে প্রশাসন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments