top of page

সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হলে কীর্তন হবে কোথায়? বিক্ষোভ পুরসভায়

দু’দিন আগেই পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করেছিলেন পুরসভার চেয়ারম্যান। পুরসভার নির্ধারিত স্থানের বদলে অন্যত্র সুস্বাস্থ্য কেন্দ্রের দাবিতে আজ পুরসভায় বিক্ষোভ দেখান ওই এলাকার মানুষরা। স্থানীয়দের এই দাবিতে সহমত পোষণ করেছেন স্থানীয় কাউন্সিলরও।


Protest-in-municipality-demanding-Suswastha-Kendra-elsewhere
সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হলে কীর্তন হবে কোথায়? বিক্ষোভ পুরসভায়

উল্লেখ্য, এলাকার মানুষকে স্বাস্থ্য পরিসেবা দিতে ২১ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লির একটি মাঠে একটি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয় পুরসভা। কেন্দ্র নির্মাণের জন্য শিলান্যাসের অনুষ্ঠানও হয়ে যায় গত শনিবার। তবে ওই মাঠের বদলে অন্যত্র সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের দাবি তোলেন স্থানীয়দের একাংশ। আজ স্থানীয় কাউন্সিলর সুতপা মুখার্জির নেতৃত্বে স্থানীয় মানুষজন পুরসভায় বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলরের দাবি, এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজন রয়েছে। তবে ওই মাঠে দীর্ঘদিন ধরে কীর্তনের আসর বসছে। কীর্তনের পাশাপাশি ওই মাঠেই দুর্গাপুজোও হয়। সেই কারণে তাঁরা চান এই সুস্বাস্থ্য কেন্দ্র ওই মাঠের বদলে অন্যত্র হোক। এনিয়ে আজ তাঁরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন।


ঘটনাপ্রসঙ্গে চেয়ারম্যানের একটাই কথা, জীবন না থাকলে কীর্তন কিংবা পুজো হবে কিভাবে?




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page