দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 20, 2022
- 1 min read
শাসকদলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। সকাল থেকেই পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভে সরব হয়েছেন হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের তুলসিহাটা গ্রামপঞ্চায়েতের সালালপুর এলাকার বাসিন্দারা। যদিও সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল পরিচালিত তুলসীহাটা গ্রামপঞ্চায়েতের সদস্য মোহম্মদ আলম ১০০ দিন প্রকল্পের পুকুর খনন, কবরস্থান সমতলিকরণ, জঙ্গল সাফাই, গার্ডওয়াল নির্মাণ, ঢালাই রাস্তা নির্মাণের নামে ভুয়ো বিল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। সিভিক ভলান্টিয়ার, নিখোঁজ ও মৃত ব্যক্তির নামে ভুয়ো মাস্টার রোল বানিয়ে টাকা তোলা হয়েছে। পাশাপাশি প্রকৃত উপভোক্তাদের বাড়ি না দিয়ে টাকার বিনিময়ে অন্যদের বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এনিয়ে গ্রামে সালিশি সভাও বসে। দুই উপভোক্তার টাকা ফেরত দিলেও এখনও বেশ কিছু উপভোক্তার টাকা ফেরত দেননি ওই পঞ্চায়েত সদস্য। এরই প্রতিবাদে আজ তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
পঞ্চায়েত সদস্য মোহম্মদ আলম জানান, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ একেবারে ভিত্তিহীন। তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বিরোধীরা। হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু জানান, বিষয়টি নিয়ে তদন্তের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
[ আরও খবরঃ তিরন্দাজিতে এশিয়া কাপে সোনা জিতলেন মালদার জুয়েল ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments