লেগ পিস শিক্ষকদের আর ছাট পড়ুয়াদের! স্কুলে পড়ল তালা
মিড-ডে মিলের লেগ পিস খাচ্ছেন শিক্ষকরা আর পড়ুয়াদের মাংসের বদলে খাওয়ানো হচ্ছে মাংসের ছাট। এমনই অভিযোগে শিক্ষকদের অফিস ঘরে তালা মেরে বিক্ষোভ অভিভাবক সহ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায় অমৃতি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজারের লক্ষ্মীপুর কলোনি এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলের মিড-ডে মিলে পড়ুয়াদের মাংসের ছাট খাওয়ানো হচ্ছে। আর শিক্ষকরা খাচ্ছেন লিগ পিস। এমনকি পড়ুয়াদের জন্য মোটা চালের ভাত রান্না করা হলেও শিক্ষকদের জন্য আলাদা করে সরু চালের ভাত রান্না করা হচ্ছে। এনিয়ে আজ অভিভাবকরা স্কুলে শিক্ষককে আটকে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগের কথা মেনে নিয়েছেন স্কুলের রাঁধুনিরা। তাঁদের দাবি, প্রধান শিক্ষকের কথাতেই তাঁরা লেগ পিস আলাদা করে রাখতেন। শিক্ষকদের জন্য আলাদা চালের ভাত রান্না করতেন। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা দফতরে অভিযোগ জানাতে চলেছেন অভিভাবক সহ স্থানীয় জন প্রতিনিধি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments