top of page

জলের সংযোগ নেই বাড়িতে, হাড়ি-কলসি নিয়ে বিক্ষোভ

জল জীবন জল মিশন প্রকল্পের কাজ শুরু হয়েছে এক বছর আগে। কিন্তু এখনও বেশিরভাগ বাড়িতে জলের সংযোগ নেই। এনিয়ে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। প্রতিবাদে আজ সকালে হাড়ি-কলসি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্তের দাবিতে জেলাশাসকের কাছে অভিযোগও জানানো হয়েছে।


ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম পঞ্চায়েতের ৫২ বিঘা এলাকার মহিলারা আজ সকালে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ, এক বছর আগে পানীয় জেলার কাজ শুরু হলেও এখনও সমস্ত বাড়িতে পানীয় জলের কানেকশন হয়নি। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও ফল মেলেনি। এনিয়ে জল জীবন জল মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগও উঠতে শুরু করেছে। তদন্তের দাবি নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন স্থানীয় লোকজন।



ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা সেন সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরকে এর আগেও জানিয়েছেন। কিন্তু কাজ হয়নি। এই কাজে দুর্নীতির অভিযোগ ঠিক নয়। দুর্নীতি হয়ে থাকলে প্রমাণ দিক, সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page