top of page

আবাস যোজনা নিতে অস্বীকার জন প্রতিনিধির, দৃষ্টান্ত গাজোলে

একদিকে আবাস যোজনার তালিকায় একের পর এক গড়মিলের অভিযোগ উঠে আসছে। সেই সময় পাকা বাড়ি না থেকেও জনপ্রতিনিধি হওয়ায় আবাস যোজনার তালিকা থেকে নিজের নাম কাটিয়েছেন পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি। তাঁর এই ভাবনাকে কুর্নিশ জানাচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সরকারি আধিকারিকরাও।


গাজোল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি শিখা মণ্ডল সরকার। বাড়ি দেওতলা গ্রাম পঞ্চায়েতের আমাইতোর গ্রামে৷ স্বামী জীবনরাম সরকার চাষাবাদ করেন। তাঁদের সঙ্গে একই বাড়িতে বসবাস করেন ভাসুর-জা। তাঁদের আর্থিক অবস্থা একইরকম। টিনের দেওয়ার আর টিনের চালা দিয়ে তৈরি তাঁদের বাসস্থান। ২০১৭৮ সালে আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন তাঁরা। সম্প্রতি আবাস যোজনার তালিকায় তাঁদের পরিবারের তিন সদস্যের নাম ওঠে।

শিখাদেবী জানান, আমাদের পাকা ঘর না থাকায় ২০১৭ সালে আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলাম৷ সমীক্ষার ভিত্তিতে আবাস যোজনার তালিকায় আমাদের পরিবারের তিন সদস্যের নাম উঠেছে। কিন্তু এলাকায় আমাদের থেকেও অনেক গরিব মানুষ রয়েছে। তাঁদের মাথার ওপরেও পাকা ছাদ নেই৷ তাই পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিওকে লিখিতভাবে জানিয়েছি, আমাদের আবাস যোজনার ঘর দেওয়ার প্রয়োজন নেই৷ আমাদের থেকে যারা গরিব, তাদের সেই ঘর দেওয়া হোক৷



গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান, এই ঘটনা নজিরবিহীন৷ শিখাদেবীদের আর্থিক পরিস্থিতি খুব খারাপ৷ তা সত্ত্বেও তিনি নিজের এবং পরিবারের দুই সদস্যের নাম আবাসের তালিকা থেকে বাদ দিতে আবেদন জানিয়েছেন৷ তাঁর এই সিদ্ধান্তকে আমরা কুর্নিশ জানাচ্ছি৷ তবে শুধু শিখাদেবীই নন, গাজোল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের নামও আবাসের তালিকায় উঠেছিল৷ তিনিও সরকারি ঘর নিতে রাজি হননি।


গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, শিখাদেবীর পরিবারের তিনজন আবাস প্রকল্পের ঘর পেয়েছিলেন৷ সার্ভে করে দেখা গিয়েছে, তাঁরা এই ঘর পাওয়ার যোগ্য৷ অথচ তিনি তিনটি ঘরই না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ গত ৫ ডিসেম্বর এই সিদ্ধান্ত জানিয়ে তিনি আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন৷ সম্প্রতি ব্লক লেভেল কমিটির বৈঠকে তাঁর আবেদন মেনে তাঁদের নামে থাকা তিনটি ঘর চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে৷ তাঁর এই সিদ্ধান্তে সকলে গর্বিত৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page