গয়েশপুরের জগন্নাথ তীর্থে শুরু হয়েছে বহু মুনিঋষির আনাগোনা
থিমের লড়াইয়ে পিছিয়ে নেই ইংরেজবাজারের গয়েশপুর মঙ্গল সমিতি। এবারও এই পুজো কমিটির পুজোর থিমের ভাবনায় রয়েছে একরাশ বৈচিত্র্য। তাদের এবারের ভাবনা ‘দেবথাম’। জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। সেখানে হিন্দুশাস্ত্রের বিভিন্ন দেব-দেবীকে মডেলের মাধ্যমে তুলে ধরে এক আধ্যাত্মিক পরিমণ্ডল সৃষ্টি করতে ব্যস্ত শিল্পীরা। মণ্ডপে অধিষ্ঠিত কালীঘাটের মা কালীর আদলে তৈরি দেবী দুর্গা। নিজের হাতেই প্রতিমা তৈরি করছেন এই ক্লাবেরই সদস্য জহর রায়। এই মণ্ডপ জুড়ে থাকবে মুনিঋষিদের আনাগোনা। মণ্ডপ সাজাতে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাপড়, থার্মোকল, রং ইত্যাদি নানা সামগ্রী। তৈরি হয়েছে বিশাল যজ্ঞস্থল, সেখানে শোনা যাবে যজ্ঞের মন্ত্র। গয়েশপুর দুর্গাপুজো কমিটির পুজো এই বছর ৫৪ তম বর্ষে পদার্পণ করেছে।
পুজো কমিটির সাধারণ সম্পাদক প্রণব দাস জানালেন, এবছরের বাজেট দুই লক্ষ টাকা। সীমিত বাজেটের মধ্যে পুরীর জগন্নাথের মন্দিরকে অবিকল তুলে ধরার জন্য যা যা করণীয়, তার জন্য চেষ্টা চালানো হচ্ছে। চতুর্থীর সন্ধেতে থাকছে সামাজিক অনুষ্ঠান। তাদের মণ্ডপ সেজে উঠবে মানানসই আলোকসজ্জায়। মণ্ডপের চারিধারে থাকছে নানা পৌরাণিক কাহিনী।
Comments