Search
পুখুরিয়ায় জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, আহত ৭
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 22, 2019
- 1 min read
Updated: Oct 15, 2020
জমি বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষ। আহত দুই পরিবারের সাতজন। আহতরা সকলেই বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এদিন সকালে পুখুরিয়ার সম্বলপুরে ঘটনাটি ঘটেছে।
পরিবার সূত্রে জানা গেছে. সম্বলপুরের বাসিন্দা শেখ সুখেন মৃত্যুর আগে একটি জমি বড়ো ছেলে আবদুল কায়েমের নামে লিখে দেন। সেই জমির ভাগ নিয়েই সৎ ভাইদের সঙ্গে বচসা হয় আবদুল সাহেবের। অভিযোগ, আবদুল সাহেব ওই জমিকে একটি নার্সারি স্কুল করেছেন সেই স্কুলে সৎ ভাইদের শিক্ষক হিসেবে নিয়োগ করতে চান। কিন্তু আবদুল সাহেবের সৎ ভাই মতিউর রহমান ও নূর হোসেন জমির ভাগ দাবি করেন। এই নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরেই বচসা লেগেছিল সৎ ভাইদের মধ্যে। আজ সকালে এই নিয়ে বিবাদ সংঘর্ষের আকার নেয়। সংঘর্ষে আহত হন দুই পরিবারের সাতজন। আহতরা হলেন আবদুল কায়েম, সারমিনা বিবি, সারিফুল ইসলাম, সাফুরা বিবি, মতিউর রহমান, নূর হোসেন ও আতিয়া বিবি৷ আহতরা সকলেই মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি।
Comments