ঘুমন্ত হাসিনাকে ধারালো অস্ত্রের কোপ প্রতিবেশীর
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 29, 2019
- 1 min read
Updated: Oct 27, 2020
স্বামীর অবর্তমানে গৃহবধূকেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে সামসির লস্করপুরের শ্রীপুরে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।
টাকা ধার দিতে রাজি না হওয়ায় প্রাণে মারার চেষ্টা
আক্রান্ত গৃহবধূর নাম হাসিনা বিবি (২০)৷ বাড়ি সামসির লস্করপুরের শ্রীপুরে৷ স্বামী ভিনরাজ্যের শ্রমিক। বর্তমানে তিনি ভিনরাজ্যে কাজে রয়েছেন। তাঁদের দুই মেয়ে৷ অভিযোগ, গতকাল রাত ১টা নাগাদ ধারালো অস্ত্র নিয়ে হাসিনা বিবির বাড়িতে হামলা চালায় আজগর। সেই সময় মেয়েদের নিয়ে ঘুমোচ্ছিলেন হাসিনা বিবি। হাসিনার পিঠে কোপ মারে আজগর৷ মেয়েদের আঘাত করতে গেলে বাধা দেন হাসিনা বিবি৷ ঘটনাস্থলে অস্ত্র ফেলে পালিয়ে যায় আজগর৷ প্রতিবেশীরা হাসিনা বিবিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন।
হাসিনা বিবি জানান, তাঁর সঙ্গে আজগরের কোনও শত্রুতা নেই। তবে গতকাল তাঁর কাছে টাকা ধার চেয়েছিল আজগর। তাঁর অনুমান, টাকা ধার দিতে রাজি না হওয়ায় আজগর তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছে। এদিকে ঘটনাস্থল থেকে দা উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
Comments