স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা, পলাতক অভিযুক্ত স্বামী
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 9, 2019
- 1 min read
Updated: Sep 28, 2020
একইদিনে গঙ্গাবাগে আইপিএল বেটিং-এ আসক্ত স্বামী বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ অন্যদিকে মালদা জেলার মালদার পুখুরিয়া এলাকায় পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। বুধবার রাতে পুখুরিয়া থানার মির্জাপুর হাঁটপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। গৃহবধূর পরিবারের লোকেরা পুখুরিয়া থানায় অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পারিবারিক বিবাদের জেরে শেখ শিশা তার কাকা ইরশাদ শেখকে ধারালো অস্ত্র নিয়ে খুন করতে যায়। তাকে বাধা দেন স্ত্রী শুঁকিয়া বিবি। বাধা দিতে গেলে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে
পরিবারের লোকজন সূত্রে জানা গেল জখম গৃহবধূর নাম শুঁকিয়া বিবি। তাঁর স্বামী শেখ শিশা। তাদের দুই সন্তান। বাড়ি রতুয়া থানার কাহালা এলাকায়। কিন্তু গত কয়েকমাস ধরে পুখুরিয়া থানার হাটপাড়া এলাকার এক ভাড়াবাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকত শেখ শিশা। বুধবার রাতে পারিবারিক বিবাদের জেরে শেখ শিশা তার কাকা ইরশাদ শেখকে ধারালো অস্ত্র নিয়ে খুন করতে যায়। তাকে বাধা দেন স্ত্রী শুঁকিয়া বিবি। বাধা দিতে গেলে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে শেখ শিশা। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকে। স্থানীয় চিকিৎসকেরা তাকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেন। এখন সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে শুঁকিয়া দেবী।
পরিবার সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত শেখ শিশা এর আগেও একাধিক খুন করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলাও বিচারাধীন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তদন্ত করছে পুখুরিয়া থানার পুলিশ।
תגובות